Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আমার বাবা

প্রকাশের সময় : ২০ জুন, ২০১৬, ১২:০০ এএম

আমার বাবা আজ বেঁচে নেই। বড় ভালো মানুষ ছিলেন তিনি। খুবই সহজ-সরল জীবনযাপন করতেন। আমাদের উপদেশ দিতেন আমরা যেন সুন্দরভাবে লেখাপড়া করি, মানুষের মতো মানুষ হই। আজ বাবা নেই। তাই আমার মনটা খুবই খারাপ। বাবার একটি কলম আমি আজও যতœ করে রেখেছি। বাবাকে যখন মনে পড়ে তখন তার কলমটা হাতে নেড়েচেড়ে দেখি। বাবার সুন্দর একটা ছবি ছিল কিন্তু বন্যায় তা নষ্ট হয়ে গেছে। বাবার মৃত্যুবার্ষিকীতে আমার মন কেঁদে উঠে। সবসময় ভাবি বাবা কি আর কোনো দিন ফিরে আসবেন না? ক’বছর আগে অসুখে বাবার মৃত্যু হলে আমরা নানা সমস্যায় পড়ি। কিন্তু আল্লাহই সব সমস্যা আমাদের দূর করে দেন।

ষ নিশা আফরোজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমার বাবা

১১ জুলাই, ২০১৬
২০ জুন, ২০১৬
আরও পড়ুন