Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

গণভোট বিষাক্ত হয়ে উঠছে : সাদিক খান

প্রকাশের সময় : ২০ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসা নিয়ে গণভোট বিষাক্ত হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান। বন্ধু, রাজনৈতিক সহকর্মী, এমপি জো কক্স মারা যাওয়ার পর আবেগঘন এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। স্কাই নিউজকে দেয়া ওই সাক্ষাৎকারে সাদিক বলেন, গণভোটের যেসব পোস্টার-এর মধ্যে প্রকাশিত হয়েছে, যেসব ভাষা ব্যবহার করা হয়েছে, তা ভালো রাজনীতি নয়। নিজের মেয়র নির্বাচনী প্রচারণা এবং ইউরোপীয় ইউনিয়নের গণভোটÑ দুটি ক্ষেত্রেই তিনি বলেছেন, যেভাবে ব্রিটেনে রাজনীতি হচ্ছে, তা বিষাক্ত। তবে ব্রিটিশরা খুব শালীন। তিনি বলেন, আমরা যে ব্যবহার করি, তা শালীন নয়। কারণ, তাতে রয়েছে ঘৃণা ও বিষ। এটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। বিশেষ করে গণভোটের প্রচারণা সম্পর্কে বলেন, আমি মনে করি, যেভাবে আমরা প্রচারণা চালাচ্ছি, সেদিকে সবার নজর দেয়া দরকার। আমি জবাবদিহিতার বিরুদ্ধে নই, বিতর্কের বিরুদ্ধে নই, চ্যালেঞ্জের বিরুদ্ধে নই, তথ্য-প্রমাণভিত্তিক রাজনীতির বিরুদ্ধে নই। তবে আমরা এখন যা পেয়েছি, তার চেয়ে পেছনের দিকে তাকানো দরকার বলে মনে করি। সাক্ষাৎকার শেষে সাদিক খান ব্রিটেনের এমপি জো কক্সের জন্য শোক প্রকাশ করেন। তিনি ভালো মানুষ ছিলেন বলে জানান। স্কাই নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণভোট বিষাক্ত হয়ে উঠছে : সাদিক খান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ