Inqilab Logo

শুক্রবার, ২০ মে ২০২২, ০৬ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৮ শাওয়াল ১৪৪৩ হিজরী

জাপান সাগরে দক্ষিণ কোরিয়ার হেলিকপ্টার বিধ্বস্তে ৭ জন নিখোঁজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৯, ৪:২০ পিএম

দক্ষিণ কোরিয়ার একটি হেলিকপ্টার জাপান সাগরে বিধ্বস্ত হয়েছে। এটি উদ্ধারকাজে নিয়োজিত ছিল। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে এই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে। খবর ‘দ্য জাপান টাইমসে’র।
সংবাদমাধ্যমটিতে প্রকাশিত খবরে বলা হয়েছে, সাতজন আরোহী নিয়ে ওই হেলিকপ্টারটি জাপান সাগরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় হেলিকপ্টারের ভেতরে থাকা আরোহীদের বেঁচে থাকার সম্ভাবনা নেই। ইতোমধ্যে বিধ্বস্ত হেলিকপ্টারের আরোহীদের খোঁজে উদ্ধার অভিযান শুরু হয়েছে।
উদ্ধার অভিযানের দায়িত্বে থাকা কর্মকর্তা সিওং হো-সিওন জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এটি কোরীয় উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী সাগরে বিধ্বস্ত হয়েছে।
শুক্রবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত ওই হেলিকপ্টারের কোনো আরোহীকেই খুঁজে পাওয়া যায়নি। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ