Inqilab Logo

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অ্যাম্বাসেডর কাপ উশু ডেমনস্ট্রেশন শেষ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৯, ৮:২৬ পিএম | আপডেট : ৮:৩৩ পিএম, ২ নভেম্বর, ২০১৯

অ্যাম্বাসেডর কাপ চায়না-বাংলাদেশ উশু ডেমনস্ট্রেশনে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বিকেএসপি ও বাংলাদেশ আনসার। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী এই উশু ডেমনেস্ট্রেশন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উশু ফেডারেশনের সভাপতি ড. আবদুস সোবহান গোলাপ, এমপি। এ সময় বাংলাদেশস্থ চীনের রাষ্ট্রদূত লী জিমিং, চায়না-বাংলা সিরামিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম মোল্লা এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন উপস্থিত ছিলেন। নেপালে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান (এসএ) গেমসে যেমন ম্যাটে উশু খেলা হবে, চীন থেকে আনা তেমন নতুন ম্যাটেই খেলা হয়েছে অ্যাম্বাসেডর কাপ চায়না-বাংলাদেশ উশু ডেমনস্ট্রেশনে। ফলে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে এসএ গেমসের জন্য ম্যাট অভিজ্ঞতা অর্জন ছাড়াও নিজেদের ঝালাইয়ের সুযোগ পেয়েছেন জাতীয় দলের উশুকারা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উশু

৩১ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ