নওগাঁর সাপাহারে চলন্ত ভটভটি উল্টে নিহত-১

নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় তাহিরুল ইসলাম (৪২) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার বিকেল
খুলনায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম সন্ধ্যা রানী (৫৫)।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
সন্ধ্যা রানী সাতক্ষীরা জেলার তালা উপজেলা থেকে বিমল সাহার স্ত্রী।
খুমেক হাসপাতালের মেডিসিন বিভাগের আবাসিক ফিজিশিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, সন্ধ্যা রানী ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৩০ অক্টোবর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
পরে তার অবস্থার অবনতি হলে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।
সেখানে চিকিৎসাধীন থেকে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।