Inqilab Logo

ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৪ আশ্বিন ১৪২৭, ০১ সফর ১৪৪২ হিজরী
শিরোনাম

পদত্যাগ করা হলো না সিলেট বিএনপির নেতাদের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৯, ২:৩১ পিএম

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি গঠন নিয়ে ক্ষুব্ধ বিএনপি নেতাদের পদত্যাগপত্র গ্রহন করেনি দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। পদত্যাগ ইচ্ছুক বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন, যুবদল নিয়ে সৃষ্ট ঝামেলার বিষয়টি জেনেছেন তিনি। শীঘ্রই বিষয়টি সুন্দরভাবে সমাধান করা হবে। দলের মহাসচিবের এমন আশ্বাসে পদত্যাগপত্র জমা না দিয়েই ফিরে আসেন এই তিন নেতা। শনিবার রাতে সড়কপথে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রিয় কমিটির সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এবং ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী। রবিবার সকালে দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলামের বাসভবনে পদত্যাগপত্র জমা দিতে গিয়েছিলেন তারা। তবে মহাসচিবের সমাধানের আশ্বাসে পদত্যাগপত্র জমা না দিয়েই ফিরে আসেন এই তিন নেতা। শুক্রবার জেলা ্ও মহানগর যুবদলের কমিটি ঘোষনায় তোলাপাড় সৃষ্টি হয় সিলেট বিএনপিতে। যুবদলের কমিটিতে বিএনপির শীর্ষ নেতাদের মতামত না নিয়ে বিশেষ একজন নেতার কথায় কমিটি দেয়া হয়েছে বলে অভিযোগ করেন এক পক্ষ। এর প্রেক্ষিতে দলের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এডভোকেট সামসুজ্জামান জামান, সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এবং ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি

১৯ সেপ্টেম্বর, ২০২০
১৮ সেপ্টেম্বর, ২০২০
১৩ সেপ্টেম্বর, ২০২০
৭ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন