শতভাগ পাসের রেকর্ড ১৩৩০ প্রতিষ্ঠানের

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ। দেশের এক হাজার ৩৩০ শিক্ষা প্রতিষ্ঠানের
চার দিনের সরকারি সফরে সোমবার চীন যাচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। গতকাল রোববার আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চার দিনের সরকারি সফরকালে সেনাবাহিনী প্রধান চীনের প্রতিরক্ষামন্ত্রী এবং পিপলস লিবারেশন আর্মি গ্রাউন্ড ফোর্সের কমান্ডারসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি চীন সেনাবাহিনীর একটি বিশেষ প্রশিক্ষণ প্রদর্শনী পর্যবেক্ষণ করবেন। এছাড়া তিনি চীন অলিম্পিক কমিটির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি চীনের একাধিক সামরিক ও অসামরিক স্থাপনা এবং গবেষণা প্রতিষ্ঠানও পরিদর্শন করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী শনিবার ৯ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।-আইএসপিআর
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।