Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বঙ্গমাতা ভলিবলের ট্রফি ও জার্সী প্রধানমন্ত্রীর হাতে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৯, ৮:৫৪ পিএম

ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের স্মারক, ট্রফি ও জার্সী তুলে দেয়া হয়েছে। মঙ্গলবার গণভবনে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এসব স্মারক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী এমপি, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান ও বিজিএমই’র সভাপতি রুবানা হক। আগামী ৯ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের খেলা। আন্তর্জাতিক এই আসরে খেলবে আফগানিস্তান, নেপাল, মালদ্বীপ, কিরগিস্তান ও স্বাগতিক বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গমাতা ভলিবল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ