Inqilab Logo

ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৫ আশ্বিন ১৪২৭, ১২ সফর ১৪৪২ হিজরী

কৃষক লীগের সম্মেলনে দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৯, ১০:৫৮ এএম

কৃষকলীগের ১০ম জাতীয় সম্মেলন শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। আর এই সম্মেলন উপলক্ষে নেতাকর্মীরা মিছিল নিয়ে দলে দলে যোগ দিচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানে।বুধবার সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে এমন দৃশ্য দেখা যাচ্ছে।

জেলা-উপজেলার নেতারা, কাউন্সিলর ডেলিগেটরা মাথায় কৃষক লীগের লোগো সম্বলিত ক্যাপ মাথায় দিয়ে বিশাল বিশাল মিছিলের মাধ্যমে সমাবেত হচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন গেটে।

গেটে তাদের প্রবেশপথে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা কড়া নিরাপত্তার মাধ্যমে সবাইকে চেক করে প্রবেশ করাচ্ছেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রসঙ্গত, কৃষক লীগের সর্বশেষ সম্মেলন ২০১২ সালের ১৯ জুলাই অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৭ বছর পরে কৃষক লীগের সম্মেলন হচ্ছে। 

Show all comments
  • মজলুম জনতা ৬ নভেম্বর, ২০১৯, ১২:০৫ পিএম says : 0
    *সু-স্বাগতম*কৃষকরে তোর দঃখ গেলোনা,তোর শ্রমে ফলে সোনা,কৃষকরে তুই ভেবে দেখলিনা।।*ফসলের ন্যায্যমুল্য চাই*বিনা মুল্যে সার কিটনাষক চাই*
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ