ট্রাম্প সমর্থকদের সশস্ত্র বিক্ষোভ!

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠান ঘিরে দেশটির প্রতিটি অঙ্গরাজ্যে সশস্ত্র বিক্ষোভ করেছেন বিদায়ী
ইরাকের রাজধানী বাগদাদে সরকারবিরোধী বিক্ষোভ মিছিলে নিরাপত্তা বাহিনীর গুলিতে গত ২৪ ঘণ্টায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন।
নিরাপত্তা বাহিনীর গুলিতে সোমবার বিক্ষোভ চলাকালে আটজনের মৃত্যুর পর মঙ্গলবার ভোরের দিকে নিহত হয়েছেন আরও পাঁচজন। খবর এপির।
কর্মসংস্থান সংকট দূর করা, সরকারের দুর্নীতি বন্ধসহ সরকারি সেবার মান বাড়ানোর দাবিতে গত ১ অক্টোবর থেকে বাগদাদে আন্দোলন-বিক্ষোভ তীব্র হচ্ছে।
নিরাপত্তা বাহিনীর হাতে গত শনিবার এক বিক্ষোভকারী নিহত ও ৯১ জন আহত হওয়ার পর আন্দোলনে তীব্রতা বেড়েছে।
পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এ পর্যন্ত আড়াইশর বেশি মানুষ নিহত হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।