Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে মৃত্যু

প্রকাশের সময় : ২১ জুন, ২০১৬, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা

কাপ্তাই ব্যাঙছড়ি পুরানপাড়া এলাকায় গভীর রাতে বন্যহাতির আক্রমণে সোনাধন চাকমা প্রকাশ দুঃখ মিয়া (৪০) নামে একজন মানসিক ব্যক্তিকে হাতি শূর দিয়ে আছড়ে মেরে ফেলার খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানান, উক্ত ব্যক্তি একজন মানসিক রোগী, সে সবসময় মদ পান করে একা একা বনের মধ্যে দিয়ে চলাচল করে। রোববার গভীর রাতে চলার পথে পার্শ্ববর্তী বনে থেকে হাতি এসে আক্রমণ করে তাকে আছড়িয়ে মেরে ফেলে। নিহত ব্যক্তির সম্পূর্ণ শরীরে আঘাতের দাগ রয়েছে। এদিকে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা শাহজাহান আলী জানান, পরিবারের পক্ষ হতে ঊর্ধ্বতন বন কর্মকর্তা বরাবরে আবেদন করা হলে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা করা হতে পাড়ে বলে তিনি মন্তব্য করেন। উল্লেখ্য, বনের মধ্যে পশুখাদ্য না থাকায় হাতির পাল লোকালয়ে এসেও আক্রমণ করে। বর্তমানে লোকজন হাতির আতঙ্ক রয়েছে। এদিকে কাপ্তাই থানা গতকাল সোমবার নিহত ব্যক্তির লাশ সুরতহালের জন্য রাঙ্গামাটি নেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে মৃত্যু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ