Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পিস্তল সহ বরিশালে প্রতারক গ্রেফতার

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৯, ৬:৪৯ পিএম

বরিশালে পিস্তল সহ জুবায়ের হোসেন সুমন (৪১) নামক এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-৮। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বরিশাল-ভোলা সড়কের কর্ণকাঠী বোর্ড স্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

সুমন টিউবওয়েল বসানোর কথা বলে জনপ্রতিনিধিদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত বলে র‌্যাব জানিয়েছে। নেশার টাকা সংগ্রহের জন্য সুমন এই প্রতারণার কাজ করতো। মঙ্গলবার রাতে আটকের সময় তার কাছ থেকে ৪ রাউন্ড গুলি সহ ১টি বিদেশী পিস্তল এবং ২টি চাকু ও ১৯৫ পিস ইয়াবা।

র‌্যাব-৮ সুত্র জানিয়েছে, ২০০০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ডানিডা প্রকল্পের আওতায় একটি বেসরকারী উন্নয়ন সংস্থায় টিউবওয়েল মেরামত ও প্রতিস্থাপন কাজ করতো সুমন। এ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রতারনার আশ্রয় নেয় সে। আঞ্চলিক ডিজিটাল তথ্য কেন্দ্র থেকে বিভিন্ন এলাকার চেয়ারম্যান ও মেম্বরদের মোবাইল নম্বর সংগ্রহ করে সে তাদেরকে টিউবওয়েল স্থাপনের নানা লোভনীয় সুযোগ সুবিধা দেবার প্রতিশ্রুতি দিত। তার প্রভোলনে পরলে চেয়ারম্যান-মেম্বর ও সাধারন জনগণের কাছ থেকে বিকাশের মাধ্যমে অগ্রীম টাকা নেওয়া হতো। এভাবে সে লাখ লাখ টাকা আত্মসাত করেছে।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ