Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

এমন নির্লজ্জ ভিসি আর কোথাও আছে কি না জানা নেই: বিএনপির যুগ্ম মহাসচিব আলাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৯, ৭:০৭ পিএম

“আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে বলেছেন যে, এটা প্রধানমন্ত্রীর পর্যবেক্ষণে আছে। হাসপাতালে লেখা আছে, ‘নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র’, ইংরেজিতে বলা হয় ‘আইসিইউ’, যেখানে মানুষ প্রায়ই মৃত্যুপথযাত্রী সেখানে তাকে (রোগী) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়, এমনকি আত্মীয়-স্বজনদের কাউকে দেখা করতে দেয়া হয় না। এখন ওবায়দুল কাদের যেটা বললেন, প্রধানমন্ত্রীর পর্যবেক্ষণে আছে, তাহলে কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইসিইউতে চলে গেছে? এজন্য কি বন্ধ করে দেয়া হলো? ছাত্রছাত্রীদের জীবন ধ্বংস করে, পরবর্তী প্রজন্মের জীবন ধ্বংস করে, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া হবে তাতে কোনো সমস্যা নেই। কিন্তু নিজের ভ্যানিটি ব্যাগের কাছের লোককে ভিসি বানাতে হবে।”- বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এসব কথা বলেছেন।

বুধবার (৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ঢাকার হোমনা উপজেলা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক স্মরণসভা ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ‘বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোতে যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে বিশ্ববিদ্যালয়গুলো ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেসব ঘটনা ঘটেছে তার পরও ভিসি ছাত্রলীগের প্রশংসা করে বলেন, ছাত্রলীগ গণঅভ্যুত্থান করে আমাকে বাঁচিয়েছে। এর মতো নির্লজ্জ ভিসি আর কোথাও আছে কি না জানা নেই। ছেঁড়া জুতার নিচে যে সুখতালি থাকে, সেটা দিয়ে এদের পিটাইতে লজ্জা করে আমার।’

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘গোপালগঞ্জে শেখ মুজিবরের বাড়ি, সেখানকার বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়ে আন্দোলন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়ে আন্দোলন। ইসলামিয়া বিশ্ববিদ্যালয় (ইসলামী বিশ্ববিদ্যালয়) আন্দোলনৃগোটা সমাজকে ধ্বংস করে ফেলছে। দুর্নীতি, ক্যাসিনো এগুলো তো সামান্য ব্যাপার, হাজার হাজার কোটি টাকার ভাগবাটোয়ারা নিয়ে পারিবারিক যে যন্ত্রণা, সেই যন্ত্রণার কারণে মানুষের সামনে শুধু একটু তারা বাতি জ্বালিয়ে দেখাচ্ছে একে ধরেছি ওকে ধরেছি তাকে ধরেছি। তা আবার মুহূর্তের মধ্যে নিভে যায়। তা না হলে যে যুবলীগ প্রেসিডেন্টের বিরুদ্ধে এত কথা, তাকে এখন ধরেন না কেন? ভগ্নিপতি জামাইয়ের আদরে এখনও রেখেছে তাকে।’

বাংলাদেশে যে রাস্তাগুলো হয়েছে সবগুলো বিএনপির আমলে, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ে হয়েছে বলে দাবি করেন আলাল। তিনি বলেন, ‘সে রাস্তাগুলো হয়েছিল বলেই আজকে পরিবহনের এত ভিড়, জনগণ নিরাপদ যাতায়াত করতে পারছে। কিন্তু বর্তমানে রাস্তার কোনো নিরাপত্তা নেই। নিরাপদ রাস্তার জন্য জাতীয় ঐক্যফ্রন্টের মানববন্ধন পর্যন্ত করতে হয়।’

তিনি বলেন, ‘আমরা রাস্তা নিরাপদ চাই। মানুষের অধিকার চাই। জনগণ নিরাপদে বাঁচার অধিকার চায়। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চায়। তারেক রহমানের বিরুদ্ধে সব ষড়যন্ত্রের জাল ভেঙে নিরাপদ বাংলাদেশে আনতে চায়।’

তিনি আরও বলেন, ক্যাসিনো অভিযানে গ্রেফতাররা যে এমপি, মন্ত্রী, প্রকৌশলীদের নাম বলেছেন, তাদের গ্রেফতার করছে না কেন? এ কথাগুলো বলতে গেলেই যন্ত্রণা নেমে আসে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘আমাদের প্রত্যেক নেতাকর্মীকে এক একটা গণমাধ্যম হতে হবে। দৈনিক পত্রিকা হতে হবে। দেশের যেখানে যেসব দুর্নীতি হচ্ছে, অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, তা সামাজিক মাধ্যমে তুলে ধরতে হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু প্রমুখ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আলাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ