কালীগঞ্জে কৃষকের সেচঘর পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকের সেচঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত গভীর রাতে কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের সাদিকপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। সম্প্রতি এই অগভীর নলকূপ স্থাপন
ফেন্সিডিলসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। সাতক্ষীরার ভোমরা ঘোষপাড়া এলাকা থেকে বুধবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার ঘোজাডাঙ্গা গ্রামের অরবিন্দু সরকারের ছেলে কার্তিক সরকার (৫৫)।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করলে ভোমরা ক্যাম্পের বিজিবি টহল দল তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। রাতেই তাকে সদর থানায় সোর্পদ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।