পদ্মা সেতুতে বসানো হলো অত্যাধুনিক ক্যামেরা

নজরদারি ও অধিকতর নিরাপত্তা নিশ্চিতে পদ্মাসেতুর দুই প্রান্তে বসানো হয়েছে অত্যাধুনিক পিটিজেড কন্ট্রোল ক্যামেরা। এছাড়া
যশোরের সীমান্ত হতে ৭৯৬ বোতল ভারতীয় ফেনসিডিলের এক বড় চালান মালিকবিহীন আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ দল।
বৃহস্পতিবার বিজিবি’র প্রেসরিলিজে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিকারপুর বিওপিতে কর্মরত সুবেদার মোঃ গোলাম সরোয়ার এর নেতৃত্বে একটি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লক্ষণপুর ইউনিয়নের বেদেপুকুর নামক গ্রাম এর একটি বাঁশ বাগান হতে পরিত্যাক্ত অবস্থায় ৭৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৩,১৮,৪০০/- (তিন লক্ষ আঠার হাজার চারশত)। উদ্ধারকৃত মাদকদ্রব্য জমা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।