Inqilab Logo

ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২০, ১৩ অগ্রহায়ণ ১৪২৭, ১২ রবিউস সানি ১৪৪২ হিজরী
শিরোনাম

ওমানে প্রস্তুতি ম্যাচে জিতল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৯, ৮:৪৭ পিএম

২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ে ওমানের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে জিতেছে সফরকারী বাংলাদেশ। বৃহস্পতিবার মানামার খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ ৩-১ গোলে হারায় দশজনের মাস্কট ক্লাবকে। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাতœক ফুটবল উপহার দিয়ে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে খেলে লাল-সবুজরা। যার ফল পায় ম্যাচের ১২ মিনিটেই। এসময় নাবীব নেওয়াজ জীবন গোল করে এগিয়ে নেন বাংলাদেশকে (১-০)। মিনিট পাঁচেক পর সেই পেনাল্টি থেকে গোল শোধ দিয়ে সমতায় ফেরে মাস্কট ক্লাব (১-১)। ২৮ মিনিটে বিপ্লব গোল করলে ফের এগিয়ে যায় বাংলাদেশ (২-০)। দ্বিতীয়ার্ধেও গোল করতে মরিয়া ছিলেন জামাল ভূঁইয়ারা। ৬৫ মিনিটে সবুজের গোলে ব্যবধান দাঁড়ায় ৩-১। ৭৩ মিনিটে মাস্কট দলের আরেকটি পেনাল্টি রুখে দেন গোলরক্ষক শহিদুল আলম সোহেল। তবে ম্যাচের ৮২ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় মাস্কট ক্লাবের অধিনায়ককে। ফলে দশজনের দলে পরিণত হয় তারা। তবে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজরা। আগামী ১৪ নভেম্বর বিশ্বকাপ বাছাই পর্বে স্বাগতিক ওমানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৫ নভেম্বর, ২০২০
১৮ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ