Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কবিতা

| প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

মিজানুর রহমান তোতা
চর জেগেছে প্রেম সমুদ্রে

রাজ্যের প্রেম চেপে বসতো ঘাড়ে।
প্রেম ছাড়া সময় কাটতো না, প্রেম
ছাড়া জীবন বৃথা। এই রীতি চলে
বিশ্ব জুড়ে।
কথায় প্রেম ভাষায় প্রেম চাহনীতে
প্রেম, চারিদিকে প্রেম আর প্রেম
উঠতে বসতে প্রেম। প্রেমের সমুদ্রে
হাবুডুবু দিনরাত।
ঠান্ডা প্রেম গরম প্রেম নরম প্রেম
কঠিন প্রেম মায়াবী প্রেম এলোমেলো
প্রেমের সমুদ্র। যুবক প্রেম বুড়ো
প্রেম, প্রেমের প্রেম।
সব প্রেম থেমে প্রেম সমুদ্রে হাবুডুবু
পানি নেই বাতাস নেই ঠান্ডা গরম।
গাছপালা পশুপাখি জন্তু জানোয়ার
সবার মধ্যে আছে প্রেম।
মানুষের নিখাদ প্রেম অনুভুতি অন্য
কারো প্রেমে স্পর্শ করে না। এতো
দুঃখ কান্না প্রেম ভালোবাসায় হয় না
রুপান্তর।
বিষাদ ক্লেষ ঝড় বৃষ্টি আশা নিরাশার
প্রেম বড়ই রহস্যঘেরা। প্রশ্নদীর্ণ সব
চোরা¯্রােতের প্রেমের কাহিনী। উজাড়
করা প্রেম সমুদ্রে জেগেছে চর।

আরাফাত বিন আবু তাহের
কাঠুরে ও বেদনার কাব্য

কেউ যেন বাদ্য বাজাচ্ছে নিস্তব্ধতা থেকে উঠে আসে-
এমন সে অদ্ভুত আওয়াজ অনুচ্চ টিলার মাথায় থামে।
কাঠুরে ও কাঠ ঠোকরার চঞ্চুর আঘাতে উড়ছে দ্রিম
বাজায় তারা বিহ্বল সুরে কণ্ঠ তোলে কাঠে, বাতাসে।
গল্পের শেষ হলে; অদ্ভুত- শব্দেরাও টিলা থেকে নামে
চঞ্চু ও কুঠার- সরে সরে ঘরে ঝিমায় বনের কাঠুরে।
পরে অন্য আরেক দিনে ক্রমলীন বাদ্য বেজে উঠে
থাকে না শোনার দেখার- কেউ, বেজে উঠলে বাদ্যরা-
একা চমকায় দিনের সূর্য প্রতিধ্বনিতে চমকায় তারা

কামরুল আলম কিরণ
তোমায় নিয়ে

গ্রীস্ম গেলো বর্ষা গেলো
শরৎ শেষে হেমন্ত,
তোমার সাথে আমার কথা
ছিলো না হায়! এমনতো।
বলেছিলে বোশেখ মাসের
কাট ফাঁটা অই দুপুরে,
আসবে তুমি চন্দ্রিমাতে
সাজবে শাড়ি নুপুরে।
কথা ছিলো ভিজবো দুজন
শাওন মেঘের বৃষ্টিতে,
শরতের অই কাঁশফুল আভা
মাখবো দুজন দৃষ্টিতে।
পা ছোঁয়াবো হেমন্তের এই
শিশিরভেজা ঘাসেতে,
আমি একা শুধু একা
নেই তুমি আজ পাশেতে।
বলছি তোমায় উঁকিঝুকি
দিচ্ছে দেখো মিষ্টি শীত,
আসবে এবার আমার ঘরে
হয় না যেনো বিপরীত।
কোথায় তুমি? শীত পেরিয়ে
আসে যদি ঋতুরাজ,
এসো না আর দোহাই তোমার
তোমাতে আর নেইকো কাজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন