কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে মাইক্রোবাস নসিমন মুখোমুখি সংঘর্ষে হতাহত-৩
উখিয়ার ইনানী মোহাম্মদ শফির বিল এলাকায় মেরিন ড্রাইভ সড়কে আরআরসি অফিসের মাইক্রোবাস ও যাত্রীবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোঃ বেলাল নামের ১জন নিহত
গাজীপুরের শ্রীপুর উপজেলার বহেরারচালা এলাকার একটি কলাবাগান থেকে আরিফুল ইসলাম আসিফ (২৫) নামে এক গার্মেন্ট শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আসিফ কুড়িগ্রামের অলিপুর থানার ধনিরাম এলাকার আতাউর রহমানের ছেলে। শ্রীপুরের বহেরারচালা এলাকায় একটি পোশাক তৈরি কারখানায় কাজ করতেন তিনি।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আক্তার হোসেন জানান, বহেরারচালায় বাসা ভাড়া করে থাকতেন আসিফ। গতকার বৃহস্পতিবার দিনগত রাতে কারখানা থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি তিনি।
আজ শুক্রবার সকালে উপজেলার বহেরারচালা এলাকায় একটি কলাবাগানে আসিফের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
আক্তার হোসেন জানান, ঘটনাস্থলে পৌঁছে আসিফের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে।
এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।