Inqilab Logo

বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২, ০৬ মাঘ ১৪২৮, ১৬ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

মুমিনুলের নেতৃত্বে ভারত গেলেন ৮ ক্রিকেটার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৯, ৯:৩২ পিএম

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ বেলা ৩টার দিকে দেশটিতে পৌঁছেছেন বাংলাদেশের ৮ ক্রিকেটার। আগে থেকেই সেখানে অবস্থান করা টি-২০ দলের সঙ্গে যুক্ত হবেন তারা। অধিনায়ক মুমিনুল ছাড়া বাকিরা হলেন- সাদমান ইসলাম, সাইফ হাসান, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি এবং এবাদত হোসেন। সদ্য ডাক পাওয়া সাইফ হাসান আছেন জাতীয় দলে অভিষেকের অপেক্ষায়।
ইন্দোরে প্রথম টেস্টে দুদল মুখোমুখি হবে ১৪ নভেম্বর। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট কলকাতায়, ২২ নভেম্বর। প্রথম টেস্ট লাল বলে হলেও দ্বিতীয়টি হবে গোলাপি বলে।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড: সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাইফ হাসান, মুমিনল হক সৌরভ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আল-আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী এবং এবাদত হোসেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন