করোনা সনদ ছাড়া যাত্রী পরিবহন
কোভিড ১৯ (করোনা) পরীক্ষার সনদ ছাড়া যাত্রী আনায় টার্কিশ এয়ারলাইন্সকে তিন লাখ টাকা জরিমানা করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার দুপুরে ইস্তাম্বুল থেকে
বরিশালের উজিরপুর উপজেলায় ইয়াবা সেবনকালে এক নারীসহ যুবলীগ নেতা ও মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টায় উপজেলার গুঠিয়া ইউনিয়নের রৈভদ্রাদী গ্রামের নান্না মুন্সীর পরিত্যক্ত ঘর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে উজিরপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, দাসেরহাট জেড.এ খান মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর হাওলাদার, স্থানীয় যুবলীগ নেতা মো. সাইফুল ইসলাম ও ডহরপাড়া গ্রামের এক স্বামী পরিত্যাক্তা মহিলা। পুলিশ জানিয়েছে, আটককৃতরা বৃহস্পতিবার রাতে নান্না মুন্সীর পরিত্যক্ত ঘরে ইয়াবা সেবনসহ গ্রেফাতরকৃত নারীকে নিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।