আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে অ্যাশেজের নতুন গান

দীর্ঘ বিরতির পর গত ৫ ডিসেম্বর ‘অ্যাশেজ বাংলাদেশ’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ব্যান্ডদল অ্যাশেজের অন্তঃসারশূন্য
গোল্ডেন গ্লোবের টুইটার হ্যান্ডেলে ঘোষণা দেয়া হয় : “এইচএফপিএ (হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন) ৫ জানুয়ারি, ২০২০-এ ৭৭তম গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে তিনবার গোল্ডেন গ্লোব মনোনয়ন লাভকারী এলেন ডিজেনারেসকে টেলিভিশন মাধ্যমে অসামান্য অবদান রাখার জন্য ক্যারল বার্নেট সম্মাননা দেবে।” এই সম্মাননা লাভের ক্ষেত্রে ডিজেনারেস হবেন দ্বিতীয় ব্যক্তিত্ব। এই বছরই প্রথম এই পুরস্কারটি দেয়া হয়েছে আর তা পেয়েছেন কমেডিয়ান এবং টক শো উপস্থাপক ক্যারল বার্নেট স্বয়ং। ডিজেনারেস পাশ্চাত্যে সবচেয়ে পরিচিত সমকামী তারকাদের একজন। টিভির আগে তিনি স্ট্যান্ড-আপ কমেডি দিয়ে পেশা শুরু করেন। তিনি বর্তমানে দিবাকালীন টক শো ‘দি এলেন ডিজেনারেস শো’র উপস্থাপক। তিনি যুক্তরাষ্ট্রের দুই সেরা সম্মাননা দ্য প্রেসিডেন্সিয়াল মেডাল অফ ফ্রিডম এবং মার্ক টোয়েন প্রাইজ ফর অ্যামেরিকান হিউমার অর্জন করেছেন। চলচ্চিত্র ও টেলিভিশনে সেরা কর্মের জন্য ৭৭তম গোল্ডেন গ্লোব ২০২০-এর ৫ জানুয়ারি প্রদান করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।