Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০, ২৯ শ্রাবণ ১৪২৭, ২২ যিলহজ ১৪৪১ হিজরী

বুলবুলের প্রভাবে পরিত্যক্ত যুবাদের ম্যাচ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৯, ৯:০৪ পিএম

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে খুলনায় সকাল থেকেই ঝড়ছে বৃষ্টি। অবিরাম বর্ষণে পরিত্যক্ত হয়ে গেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার যুবাদের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ঢাকা ও বরিশালে জাতীয় লিগের পঞ্চম রাউন্ডের দুটি ম্যাচের প্রথম দিনও ভেসে গেছে বৃষ্টিতে।
শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম স্তরের দল খুলনা-রাজশাহী ম্যাচে গড়ায়নি বল। বৃষ্টির কারণে হয়নি টস। বরিশালেও প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। দ্বিতীয় স্তরের দল বরিশালের প্রতিপক্ষ সেখানে চট্টগ্রাম।
বগুড়া ও রাজশাহীতে অবশ্য খেলা চলছে নির্বিঘ্নেই। রাজশাহীতে সিলেটের বিপক্ষে শামসুর রহমান শুভর সেঞ্চুরিতে (১১৪) ৬ উইকেট হারিয়ে আড়াইশ পেরিয়েছে ঢাকা মেট্রো। বগুড়ায় ঢাকা বিভাগের বিপক্ষে রংপুর ১০৪ রান তুলতেই হারিয়েছে ৫ উইকেট। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন