Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহাবিপদ সংকেত: নেট দুনিয়ায় আতঙ্ক-উৎকণ্ঠা

আবদুল মোমিন | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৯, ৯:১০ পিএম

বাংলাদেশের উপকূলের দিকে অগ্রসর হওয়া প্রবল সাইক্লোন 'বুলবুলের' কারণে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় বেড়েছে বৃষ্টি। একই সঙ্গে বইছে ঝড়ো হাওয়া। চারপাশ অন্ধকার হয়ে এসেছে। বাতাসের কারণে নদীতে বড় বড় ঢেউ সৃষ্টি হয়েছে। বেড়েছে পানির উচ্চতা।

'বুলবুলের' প্রভাবে চারদিকে সৃষ্টি হয়েছে আতঙ্ক-উৎকণ্ঠা। নেট দুনিয়ায়ও বিরাজ করছে উৎকণ্ঠা। দুর্যোগকবলিত এলাকার নিয়মিত খোঁজ-খবর রাখছেন নেটিজেনরা। ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে প্রার্থনা করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

মো. সাহা জামান লিখেছেন, ‘‘বিপদকালীন সময়ে বিশ্বনবী বেশি বেশি তাওবা ও ইসতেগফার করতেন এবং অন্যদেরকেও তা পড়তে নির্দেশ দিতেন। তাই মুসলিম উম্মাহর উচিত ঘূর্ণিঝড়, প্রবল ঝড়ো বাতাস ও বিপদ-আপদে দোয়া পড়া এবং বেশি বেশি তাওবা-ইসতেগফার করা। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও ঝড়ো বাসাতসহ যে কোন প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্ত থাকতে মহানবী (স.) আল্লাহর কাছে সাহায্য চাইতেন। কেননা মহান আল্লাহই মানুষের সবচেয়ে বড় আশ্রয়দাতা। আল্লাহ ছাড়া মানুষকে বেশি নিরাপত্তা কেউ দিতে পারে না।’’

ফেইসবুকে আবদুল জলিল প্রার্থনা করে লিখেছেন, ‘‘মহান আল্লাহ উত্তম হেফাজতকারী। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিন।’’

মো. ফারুক লিখেছেন, ‘‘বারই নভেম্বর উনিশ শত সত্তরের ঘূর্ণিঝড়ে শুধু ভোলা জেলায় পাঁচ লাখের বেশি মানুষ মারা গিয়েছিল। আজ নয় নভেম্বর আবার বুলবুল আঘাত হানতে যাচ্ছে।’’

‘‘হে আল্লাহ, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করার তুমি ছাড়া আর কেউ নাই। তুমি রহমানুর রহিম। আমাদের সবাইকে এই বিপদ থেকে রক্ষা করো। তুমি পরম করুণাময় অসিম দয়ালু’’ দোয়ায় কথাগুলো লিখেছেন আইয়ুব আহমেদ।

হোসাইন ফারুক লিখেছেন, ‘‘ইয়া আল্লাহ এই দুর্যোগ আবহাওয়ার মাঝে যাহা-কিছু কল্যাণ করা আছে তাই আমাদের কাছে পৌঁছে দিন এবং খারাপ যা কিছু আছে তা হতে আমাদেরকে হেফাজত করুন।’’

রবিউল হক লিখেছেন, ‘‘মহান সৃষ্টিকর্তাকে বলি যে, আমাদের সবাইকে, আপনি আপনার যাবতীয় গজব থেকে রক্ষা করুন। আমিন।’’

ফেইসবুক ব্যবহারকারী সাইমন রেজা লিখেছেন, ‘‘প্রাকৃতিক দুর্যোগ হলো প্রকৃতির শাসন যা স্রষ্টা কতৃক নির্দেশিত। এটা স্রষ্টার পক্ষ থেকে সৃষ্টির সর্তকতার হালনাগাদ মাত্র।’’

‘‘যতোটা শক্তিশালী হোক ঘূর্ণিঝড় বুলবুল, তার চেয়ে বেশি শক্তিশালী আমার আল্লাহ রাব্বুল আলামীন।আল্লাহ সকলকে হেফাজত করুন’ প্রার্থনা বিল্লাল হোসাইনের।

সাইফুল সানি লিখেছেন, ‘‘আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান ও সর্বশেষ্ঠ হে রাব্বুল আলামিন। আপনি আমাদের বাংলাদেশকে দুর্যোগ বুলবুলের হাত থেকে হেফাজত করুন। বিশেষ করে দুর্যোগ কবলিত অঞ্চলের মানুষ গুলিকে আপনি হেফাজত করুন।’’

আনওয়ার হোসাইন লিখেছেন, ‘‘হে আমাদের প্রভু, আমাদেরকে তোমার ক্রোধের কারণে মেরে ফেলো না, আর তোমার আযাব দিয়ে আমাদের ধ্বংস কর না। বরং এর আগেই তোমার ক্ষমা ও নিরাপত্তার চাদরে আমাদের আবৃত করে নাও।’’



 

Show all comments
  • মুহাম্মদএমদাদুলহকরামপু। ৯ নভেম্বর, ২০১৯, ৯:৩২ পিএম says : 0
    ফেইসবুক ব্যবহারকারীদের দু'আগুলো সুন্দর, ভালো এবং উত্তম। সহমত পোষণ করছি। আল্লাহপাক সকলের দুআকে কবুল করুন। আমিন। প্রকৃতপক্ষে আমাদের পাপের ফলই হচ্ছে এসব আজাব আর গজব। আল্লাহপাক আমাদের হেফাজত করুন।
    Total Reply(0) Reply
  • মুহাম্মদ এমদাদুল হক রামপুরী। ৯ নভেম্বর, ২০১৯, ৯:৩৩ পিএম says : 0
    ফেইসবুক ব্যবহারকারীদের দু'আগুলো সুন্দর, ভালো এবং উত্তম। সহমত পোষণ করছি। আল্লাহপাক সকলের দুআকে কবুল করুন। আমিন। প্রকৃতপক্ষে আমাদের পাপের ফলই হচ্ছে এসব আজাব আর গজব। আল্লাহপাক আমাদের হেফাজত করুন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় বুলবুল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ