Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রংপুর রেঞ্জ পুলিশের ট্রাফিক ফাইন পেমেন্ট ‘ইউক্যাশে’

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৯, ৪:৪৪ পিএম

ইউনাইডেট কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এবং রংপুর রেঞ্জ পুলিশের আওতাধীন রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা পুলিশের মধ্যে সম্প্রতি ট্রাফিক কেস ফাইন পেমেন্ট পরিশোধ সম্পর্কিত চুক্তি স্বাক্ষর করেছে। সোমবার ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তি অনুযায়ী, এখন থেকে ইউসিবি এর মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস ‘ইউক্যাশ’ এর নিকটস্থ যে কোন এজেন্ট পয়েন্ট বা ব্যক্তিগত ‘ইউক্যাশ’ একাউন্টের মাধ্যমে অতি সহজেই ট্রাফিক কেসের ফাইন পরিশোধ করা যাবে।

ইউসিবিএলের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এমএফএস এ টি এম তাহমিদুজ্জামান এবং রংপুর রেঞ্জ পুলিশের আওতাধীন ৭ জেলার পুলিশ সুপাররা স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি দেবদাস ভট্রচার্য্যসহ উভয় পক্ষের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্যাশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ