Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইসিসির র‌্যাঙ্কিং থেকেও বাদ পড়লেন সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৯, ৭:৪২ পিএম

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেদ্ধাজ্ঞায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান। নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন এমসিসি ক্রিকেট ক্লাব থেকেও। এবার আইসিসির র‌্যাঙ্কিং থেকেও বাদ পড়লেন তিনি।
সাকিব আল হাসান প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই ছিলেন শীর্ষ অলরাউন্ডার। এই কীর্তি তার আগে গড়তে পারেনি কেউ। সবশেষ আইসিসি র‌্যাংঙ্কিংয়ের ব্যাটিং, বোলিং কিংবা অলরাউন্ডার কোনো তালিকাতেই রাখা হয়নি তাকে। অস্ট্রেলিয়া-পাকিস্তান, ইংল্যান্ড-নিউজিল্যান্ড এবং ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ শেষে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তিন ক্যাটাগরিতে কোথাও রাখা হয়নি সাকিবের নাম।
এই র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে পাকিস্তানের বাবর আজম। দুইয়ে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ আর তিনে উঠেছেন ডেভিড মালান। নিউজিল্যান্ডের কলিন মুনরো চারে, সাময়িক বিরতিতে যাওয়া অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল পাঁচে, আফগান তারকা হযরতউল্লাহ জাজাই ছয়ে, ভারতের দলপতি রোহিত শর্মা সাতে লোকেশ রাহুল আটে, কিউই তারকা মার্টিন গাপটিল নয়ে আর ইংল্যান্ডের ইয়ন মরগান দশে অবস্থান করছেন।
বোলারদের তালিকায় শীর্ষে পাঁচে কোনো পরিবর্তন আসেনি। আফগান দলপতি রশিদ খান আছেন এক নম্বরে। দুই থেকে পাঁচে আছেন যথাক্রমে মিচেল স্যান্টনার, ইমাদ ওয়াসিম, অ্যাডাম জাম্পা এবং শাদাব খান।
এদিকে, সাকিবের নাম লিস্টে না থাকায় অলরাউন্ডার ক্যাটাগরিতে শীর্ষে আছেন আফগান সিনিয়র তারকা মোহাম্মদ নবী। দুই থেকে পাঁচে আছেন যথাক্রমে গ্লেন ম্যাক্সওয়েল, রিচার্ড বেরিংটন, মাহমুদউল্লাহ রিয়াদ এবং শন উইলিয়ামস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ