রোডম্যাপ তৈরির আহ্বান মরক্কোর বাদশাহর

মরোক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ ইসলামী বিশ্বের সম্পদগুলি থেকে উপকৃত হওয়ার জন্য একটি নতুন রোডম্যাপ প্রণয়নের
বাবরি মসজিদ মামলায় মুসলিমদের পক্ষের বাদী হাজি মেহবুব বলেছেন, শিশুদের যেমন করে ললিপপ দেওয়া হয়, তেমন করে মুসলিমদের অযোধ্যায় জমি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট মসজিদের স্থানে মন্দির নির্মাণ আর মসজিদ নির্মাণের জন্য অন্যত্র জমি দেওয়ার রায়ের পর এ মন্তব্য করেন তিনি। তবে মুসলিমদের একাংশ রায় পুনর্বিবেচনার আবেদনের কথা বললেও বেশিরভাগই রায় মেনে নেওয়ার পক্ষে মত দিয়েছেন। বাবরি মসজিদ মামলার চ‚ড়ান্ত রায়ে ভারতের সর্বোচ্চ আদালত অযোধ্যার বিতর্কিত ওই ভ‚মিতে একটি মন্দির নির্মাণের নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা অনুযায়ী, বিতর্কিত স্থানটি সরকারি ট্রাস্টকে দেওয়া হবে। বাবরি মসজিদের ওই ২ দশমিক ৭৭ একর জমি পাবে হিন্দুরা। আগামী তিন মাসের মধ্যে একটি ট্রাস্টি বোর্ড গঠন করবে সরকার। পরে সেখানে মন্দির নির্মাণ করবে তারা। পরিবর্তে অযোধ্যার অন্য কোনও স্থানে মসজিদ নির্মাণের জন্য ৫ একর জমি পাবে মুসলিমরা। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।