Inqilab Logo

ঢাকা, সোমবার , ০৯ ডিসেম্বর ২০১৯, ২৪ অগ্রহায়ণ ১৪২৬, ১১ রবিউস সানি ১৪৪১ হিজরী

বেগমগঞ্জে বাস চাপায় প্রাণ গেল যুবদল নেতার

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৯, ১:৩৫ পিএম

বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে বাস চাপায় মো. ইয়াছিন (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে চৌমুহনী-মাইজদী সড়কের গাবুয়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন জেলার সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের মৃত নুরুল ইসলাম মাস্টারের ছেলে। তিনি কাবিলপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে চৌমুহনী চৌরাস্তা থেকে ইয়াছিন মোটরসাইকেল যোগে গাবুয়া এলাকায় আসলে মাইজদী থেকে আসা একটি দ্রতগামী বাস তাকে সামনে থেকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা

৫ ডিসেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ