Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বামনায় দুর্গতদের মধ্যে ত্রাণ সহায়তা

বামনা (বরগুনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ঘুর্নিঝড় বুলবুলের আঘাতে লন্ডভন্ড বরগুনার বামনা উপজেলার ৪টি ইউনিয়নে ক্ষতিগ্রস্থ্য প্রায় সহস্রাধিক মানুষের মাঝে দুর্যোগ পরবর্তি সহায়তার অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে ঢেউটিন, নগদ টাকা ও শুকনো খাবার বিতরণ করেছেন বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি, সহকারী কমিশনার মেহেদী হাসান, বামনা উপজেলা আ.লীগ সহ সভাপতি মোশাররফ হোসেন জোমাদ্দার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, রুমী খানম, সদর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সগির প্রমুখ। এ সময় প্রায় ৩ শতাধিক দুর্গত মানুষের মাঝে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়। উপজেলা প্রশাসনের তথ্য মতে ঘূর্ণিঝড় বুলবুলে প্রায় তিনশত ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ