Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পিছিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৯, ৯:০৫ পিএম | আপডেট : ৯:১১ পিএম, ১২ নভেম্বর, ২০১৯

বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ নিয়ে কাটছে না শঙ্কার মেঘ। এই আসরটি হওয়ার কথা ছিল নভেম্বরের ২১ তারিখে। আনুষ্ঠানিকভাবে এখনো তারিখ পেছানো হয়নি। তবে নির্ধারিত সময়ে এই টুর্নামেন্ট শুরু করা সম্ভব নয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)।
তবে টুর্নামেন্ট যে ২১ নভেম্বর শুরু হবে না সে কথার ইঙ্গিত দিয়েছে বাফুফে। বরং আজ মঙ্গলবার বিকেলে বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন জানিয়েছেন, ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট সম্পর্কে আগামীকাল বুধবার জানাতে পারবো।’
এরআগে বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ অবশ্য জানিয়েছিলেন, টুর্নামেন্ট পেছাবে না। তবে শেষ অবধি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল বহুল আলোচিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ