২০ বছরেও নির্মিত হয়নি সেতু

গজারিয়ায় ভিত্তিপ্রস্তরের দীর্ঘ প্রায় ২০ বছর পরও ফুলদি নদীর ওপর সেতু নির্মিত হয়নি। সময়ে সময়ে
প্রায় ১১ কোটি ৭০ লাখ টাকায় গত বছর নির্মাণ করা হয়েছে চাঁদপুরের হাজীগঞ্জের বেলচোঁ-রামচন্দ্রপুর-সমেশপুর খেয়াঘাট সড়ক। ৭.৮ কিলোমিটার দৈর্ঘ্যরে এই সড়কটি নির্মাণের বছর না পেরুতেই এভাবেই সড়কের মাঝ অংশ ভেঙে দেবে গেছে, আর দেবে যাওয়া সড়কের গর্তে পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়ক বিভাগ নির্মিত উক্ত সড়কের দেবীপুর এলাকার আরেকটু সামনে জাকনী এলাকায় দেবে যাওয়া সড়কের মাঝ অংশের ছবি তুলেছেন আমাদের হাজীগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা কামরুজ্জামান টুটুল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।