আজ শপথ নিচ্ছেন জো বাইডেন

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসাবে আজ শপথ গ্রহণ করবেন জো বাইডেন। শপথের অনুষ্ঠানে ফের তান্ডবের
আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছাকাছি একটি এলাকায় গাড়ি বোমা হামলায় ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। বুধবার (১৩ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবানের দুই কমান্ডার ও হাক্কানি জঙ্গিগোষ্ঠীর এক নেতাকে মুক্তি দেওয়ার একদিন পর এ ঘটনা ঘটলো। এখনো এ হামলার দায় স্বীকার করেনি কেউ।
আফগান সরকারের এক মুখপাত্র বলেন, রাজধানী কাবুলে স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের কাছাকাছি একটি এলাকায় গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন।
এর আগে তালেবানের দুই কমান্ডার ও হাক্কানি জঙ্গিগোষ্ঠীর এক নেতাকে মুক্তি দেয় আফগান সরকার। বিপরীতে আমেরিকান ও অস্ট্রেলিয়ান দুই অধ্যাপককে মুক্তি দিয়েছে আফগানিস্তানের অধিকাংশ এলাকার ‘নিয়ন্ত্রক’ সশস্ত্র গোষ্ঠী তালেবান।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, বন্দি বিনিময়ের এ পদক্ষেপ আফগানিস্তানে সহিংসতার মাত্রা কমাতে সহযোগিতা করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।