মোস্তফা-হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানা মাদরাসার যাত্রা শুরু

আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর চৈতন্যগলি ২২ মহল্লা কমিটির জানাজা ভবন ও কবরস্থান সংলগ্ন
নগরীর লালদীঘি ময়দানে যুবলীগের সমাবেশে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ ১৫০ জনকে আসামি করে একটি মামলা করেছে। মঙ্গলবার গভীর রাতে কোতয়ালী থানার এসআই সঞ্জয় পাল এ মামলা করেন। মামলায় পুলিশের কাজে বাধা দান, ভাংচুর, পুলিশ সদস্যদের আহত করা, সম্পদের ক্ষতি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, মামলায় অজ্ঞাতনামা দেড়শজনকে আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
মঙ্গলবার বিকালে লালদীঘি ময়দানে মহানগর যুবলীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ চলাকালে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়। পন্ড হয়ে যায় সমাবেশ। নিজেদের মধ্যে সংঘাত দেখে সমাবেশের প্রধান অতিথি আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।