Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

কুড়িগ্রামে গ্রেপ্তার ৩৩, মামলা ৯

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৯, ৩:১৬ পিএম

কুড়িগ্রাম পুলিশ বুধবার রাতে বিভিন্ন অভিযোগে ৩৩জনকে গ্রেপ্তার এবং ৯টি মামলা দায়ের করেছে।
(১৪ নভেম্বর) বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা গেছে।
জানা যায়, নিয়মিত মামলা ও মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে বুধবার রাতে পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামী ৬জন, নিয়মিত মামলায় ৯জন এবং পূর্বের মামলায় ১৫জন, ফৌজদারী কার্যবিধি ১৫১ ধারায় ১জনসহ ৩৩জনকে গ্রেপ্তার করে। এছাড়াও মাদক মামলা ৩টি, নারী ও শিশু নির্যাতন মামলা ১টি ও অন্যান্য মামলা ৫টিসহ মোট ৯টি মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, সরকার ঘুষ-দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পদ্ধতি গ্রহন করেছে। তারই প্রেক্ষাপটে অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ