Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

শুক্রবার পাবিপ্রবিতে একটি আসনের বিপরীতে ২৮ জন ভর্তিচ্ছুর লড়াই

জেলা ও পুলিশ প্রশাসনের মহতি উদ্যোগ

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৯, ৮:০৮ পিএম

শুক্রবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে । এ এবং বি ইউনিটি মোট ২৫ হাজার ৭০৫ জন আবেদর করেছেন। এর মধ্যে এ ইউনিটে আবেদন পড়েছে ১৩ হাজার ৬শত ৭৩টি এবং বি ইউনিটে ১২ হাজার ৫১২টি । একটি আসনের বিপরীতে ২৮ জন লড়াই করবেন। পাবিপ্রবির জনসংযোগ বিভাগের উপ পরিচালক ফারুক হোসেন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। বৃহষ্পতিবার সকাল থেকেই পরীক্ষার্থীরা পাবনা শহরে আসতে শুরু করেছেন। নারী পরীক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকরা আসছেন। পাবনায় এই প্রথম পরীক্ষার্থীদের কষ্ট লাঘবে জেলা ও পুলিশ প্রশাসন এক মহতি উদ্যোগ নিয়েছেন। তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ ও পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেছেন, আগত পরীক্ষার্থীরা পাবনায় আমাদের বেহমান। পুলিশ লাইনস. বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। একই সাথে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছেন। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আগত পরীক্ষার্থীদের মোটর সাইকেলের পেছনে করে গন্তব্যে পৌঁছে দিতে দেখা গেছে , ছাত্রলীগ ও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের। অপরদিকে , জেলা প্রশাসক শহরের আবাসিক হোটেল বিভিন্ন যানবাহনকে বাড়তি ভাড়া না নিতে বলেছেন। একই সাথে হোটেলে খাবার দাম স্বাভাবিক রাখতে বলেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাবিপ্রবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ