Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এক বছরে নিহত ২শ’ আটক ৮শ’

প্রকাশের সময় : ২২ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত এক বছরে প্রায় ২০০ জন নিহত হয়েছে। এছাড়া গ্রেফতার করা হয়েছে আরো ৮০০ জনকে। নিহতদের ৪৭ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১০৮ জন কথিত সন্ত্রাসী রয়েছে। গত সোমাবার ভারতের আইন সভার অধিবেশনে এ তথ্য জানান কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। অধিবেশনে বিরোধী দল ন্যাশনাল কনফারেন্স নেতা এএম সাগরের এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী লিখিত বক্তব্যে বলেন, ২০১৫ সালের ১৫ জানুয়ারি থেকে ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত কাশ্মীরে ১৪৬টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৬৯ জন নিহত হয়। এদের মধ্যে ১০৮ জন সন্ত্রাসী, ৩৯ জন নিরাপত্তা কর্মকর্তা এবং ২২ জন বেসামরিক মানুষ রয়েছে। এছাড়া একই সময়ে সীমান্তে ১৮১টি গুলির ঘটনায় আট নিরাপত্তা কর্মকর্তাসহ মোট ২২ জন নিহত এবং ৭৫ জন আহত হয়। মুফতি বলেন, কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় চারটি জেলা অনন্তনাগ, পুলওয়ামা, কুলগাম এবং শোপিয়ানে সবচেয়ে বেশি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ জেলাগুলোতে ৬১টি হামলার ঘটনায় ৫৪ জন নিহত হয়েছেন। ইন্ডিয়া টুডে, এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এক বছরে নিহত ২শ’ আটক ৮শ’
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ