Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২০, ২৬ চৈত্র ১৪২৬, ১৪ শাবান ১৪৪১ হিজরী

আজ খোকার স্মরণে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৯, ১০:৫৭ এএম

বীর মুক্তিযোদ্ধা ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ‍রুহের মাগফিরাত কামনায় শুক্রবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বাদ আসর গোপীবাগস্থ ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে তার পরিবারের পক্ষ থেকে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ব্রাদার্স ক্লাবের বিশাল মাঠজুড়ে নির্মাণ করা শামিয়ানা। সকাল থেকেই শুরু হয়েছে কুরআন তেলাওয়াত।

দোয়া মাহফিলে মরহুমের শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে শরীক হতে মরহুমের বড় ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর বাংলাদেশ সময় দুপুর ১টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদেক হোসেন খোকা। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাদেক হোসেন খোকা

৭ নভেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন