খুলনায় পারিবারিক কলহে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
পারিবারিক কলহের জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। আজ শুক্রবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর স্বামীর অবস্থা শংকামুক্ত হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) দিবাগত
কক্সবাজার শহরের দুর্ধর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী নুর জোহার (২৫)কে জবাই করে হত্যা করেছে কে বা কারা।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাহিত্যিকা পল্লী সমিতি বাজার সংলগ্ন ব্রিজের নিচে তার জবাইকৃত লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
এই খবর স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন।
খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সন্ত্রাসী নুর জোহার ওই এলাকার মৃত হোসেন আহমদের ছেলে। তাকে কি কারণে, কারা হত্যা করেছে, তা জানা যায়নি।
তবে এলাকাবাসীর ধারণা, প্রতিপক্ষরা ঘটনাটি ঘটতে পারে। পুলিশের তালিকাভুক্ত এই সন্ত্রাসীর মৃত্যুর সংবাদে স্থানীয়রা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ খাইরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত খোঁজখবর নেবেন বলে সিবিএনকে জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।