প্রভাষক দম্পতিকে কুপিয়ে জখম করাসহ বসতবাড়িতে হামলার ঘটনায় ৪ আসামী জেল হাজতে

কুয়াকাটা খানাবদ কলেজের প্রভাষক ড.শহিদুল ইসলাম শাহিন ও তার স্ত্রী শাহিনুর আক্তারকে কুপিয়ে জখম করাসহ
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের দূর্লভপুর গ্রামের আব্দুল গফুরের বাড়ির পুকুর থেকে পা বাঁধা অজ্ঞাতনামা যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার সকালে লাশটি দেখতে পান ওই বাড়ির মালিক আব্দুল গফুর। জানা গেছে, লামাকাজি ইউনিয়নের দূর্লভপুর গ্রামের আব্দুল গফুরের একটি নতুন বাড়ি আছে।
ওই বাড়ির পুকুরে গরুর খাবারের জন্য পানি আনতে গেলে আব্দুল গফুর ওই অর্ধগলিত লাশটি দেখতে পান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।