Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

নেত্রকোনার সীমান্ত এলাকা দিয়ে পাচারকালে ৬টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৯, ৭:৫২ পিএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ ব্যাটালিয়নের জোয়ানরা শনিবার সকালে টহল দান কালে কড়ইগড়া নামক স্থানে থেকে বাংলাদেশে পাচারকালে ৬টি ভারতীয় গরু আটক করেছে।

বিজিবি ৩১ ব্যাটালিয়ন, নেত্রকোনার উপ-অধিনায়ক অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তি মারফত জানান, ৩১ ব্যাটালিয়নের আওতাধীন ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মুন্সীপাড়া বিওপির নায়েব সুবেদার মোঃ মোস্তফার নেতৃত্বে একটি টহলদল শনিবার সকাল আনুমানিক ১০টা ১০মিনিটের দিকে ভারতীয় সীমান্ত ১১৩৯/৯ এস নং মেইন পিলার হতে বাংলাদেশের অভ্যন্তরে কড়ইগড়া নামক এলাকা থেকে ৬টি ভারতীয় গরু আটক করে। আটককৃত ৬টি গরুর অনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা।

তিনি আরো জানান, আটককৃত গরুগুলোকে পরবর্তীতে নেত্রকোনা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ