বিয়ে করলেন মিথিলা ও সৃজিত

অবশেষে বিয়ে করলেন বাংলাদেশের মডেল-অভিনেত্রী মিথিলা ও কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি। গতকাল সন্ধ্যায় কলকাতাস্থ একটি
বাকপটু ডেট্রয়েট পুলিশ সদস্য অ্যাক্সেল ফোলির ভূমিকায় এডি মারফি ফিরছেন তার অভিনয়ে জনপ্রিয় ‘বেভারলি হিলস কপ’-এর চতুর্থ পর্বে। ফোলিকে এই পর্বে বেভারলি হিলসের অভিজাত এলাকায় দায়িত্ব পালন করতে দেখা যাবে। সিরিজের তৃতীয় পর্ব ১৯৯৪ সালে মুক্তি পেয়েছে। ২৫ বছর পর মারফি এই সিরিজে ফিরছেন। মারফির পৃ‘পোষকতায় নেটফ্লিক্স চলচ্চিত্রটি প্রযোজনা করবে। মারফির সর্বশেষ চলচ্চিত্র ‘ডোলেমাইট ইজ মাই নেইম’ এখন স্ট্রিমিং প্লাটফর্মে প্রদর্শিত হচ্ছে। ‘বেভারলি হিলস কপ’ সিরিজের প্রথম পর্ব মুক্তি পায় ১৯৮৪তে আর দ্বিতীয় পর্ব ১৯৯৮৭ সালে। দুটি ফিল্মই বাণিজ্যিক সাফল্য ও ব্যাপক প্রশংসা অর্জন করে। কিন্তু তৃতীয়টি দুদিক থেকেই ব্যর্থ হয়। প্রথম তিন পর্বের নির্মাতা প্যারামাউন্ট থেকে নেটফ্লিক্স চতুর্থ পর্ব নির্মাণের স্বত্ব কিনে নিয়েছে। প্যারামাউন্টের মূল প্রতিষ্ঠান ভায়াকমের প্রধান নির্বাহী বব ব্যাকিশ গত সপ্তাহে এই খবর জানিয়েছেন। তবে সিরিজের মেধাসত্ত প্যারামাউন্টেরই থাকবে নেটফ্লিক্স সিরিজের আরও একটি ফিল্ম নির্মাণ করতে পারবে। আর, জেরি ব্রাকহাইমার প্যারামাউন্টের হয়ে চতুর্থ পর্ব প্রযোজনা করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।