Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

হাবিব মোস্তফা’র সুরে রিংকুর নতুন গান মানবসেবা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

সঙ্গীতশিল্পী রিংকু বরাবরই শ্রোতাদের পছন্দ অনুযায়ী গান করে থাকেন। এ ধারাবাহিকতায় ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে তার নাতন গান ‘মানব সেবা’। আধ্যাত্মিক ঘরাণার গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। ‘মানব সেবা পরম ধর্ম, ধর্ম এবং আসল কর্ম, সেই কর্ম বাদ দিলে আর জীবন কিরে রয়? কর্মই মানব জীবনের আসল পরিচয়’ এমন কথার গানটি লিখেছেন গীতিকার এস.এ আনওয়ারী। গানটি সুরারোপ করেছেন হাবিব মোস্তফা। সংগীত আয়োজনে অণু মোস্তাফিজ এবং গানটির সার্বিক তত্ত¡াবধানে ছিলেন কবি ও গীতিকার জাকির আবু জাফর। হাবিব মোস্তফা বলেন, রিংকুর সাথে আমার প্রথম কাজ ‘জিকির’। গানটি ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশিত হবার পর সাফল্যের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির প্রধান কচি আহমেদ আমাকে গানটি করার সুযোগ করে দেন। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গীতিকার শাহীন আরা আনওয়ারী বলেন, ¯্রষ্টাকে যেমন ভালোবাসি তাঁর সৃষ্টিকেও ভালোবাসি। মানুষ সৃষ্টির সেরা বলে তাঁর প্রতি ভালোবাসা নিশ্চই বেশি। ¯্রষ্টা প্রেম এবং মানব প্রেম আমাকে আপ্লুত করে। এই চেতনা থেকেই আমার এ গান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ