Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আজীবন রোগাক্রান্ত হবে শিশুরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

আবহাওয়া পরিবর্তনে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মধ্যে বেড়ে ওঠা,খাদ্য ঝুঁকি, সংক্রামক রোগ, বন্যা ও তীব্র তাপের কারণে আজ জন্ম নেওয়া শিশুটি সারাজীবনের জন্য স্বাস্থ্যঝুঁকিতে পড়তে যাচ্ছে। একটি বৈশ্বিক গবেষণা প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। চিকিৎসা বিষয়ক সাময়িকী দ্য ল্যাঞ্চেটে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, আবহাওয়া পরিবর্তনে চরম তাপমাত্রা ও অব্যাহত বায়ু দ‚ষণের কারণে ইতোমধ্যে মানুষের স্বাস্থ্যের ক্ষতি করছে। আবহাওয়া পরিবর্তন প্রশমনে কোনো উদ্যোগ নেওয়া না হলে সারাজীবন রোগবালাইয়ে আক্রান্ত হয়ে এর দায় পুরো একটি প্রজন্মকে বহন করতে হবে বলেও প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। দ্য ল্যাঞ্চেট কাউন্টডাউন অন হেলথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ শীর্ষক প্রতিবেদনটির সহ-লেখক নিক ওয়াটস বলেন, ‘আবহাওয়া পরিবর্তনে বিশেষভাবে শিশুরা ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। তাদের দেহ ও রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নয়ন যখন ঘটছে তখন তাদের আরো বেশি রোগঝুঁকি ও পরিবেশ দ‚ষণের মধ্যে ফেলা হচ্ছে। দ্য লাঞ্চেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ