ভারতে বহু বিতর্কিত নাগরিকত্ব বিল পাস

অবশেষে ভারতের লোকসভায় পাশ হলো বহু বিতর্কিত ভারতীয় নাগরিকত্ব বিল। লোকসভার পর রাজ্য সভাতেও বিলটি
সেদিন ঢাকার পলল্গবী এলাকায় গিয়ে দেখি, লাইন ধরে পুরো ফুটপাত দখল; শুধু তাই নয়, রাস্তাও দখল নিয়েছে নানা রকম ফল ব্যবসায়ীরা। ফুটপাত ও রাস্তা দখলকারী এক ব্যবসায়ীকে জিজ্ঞেস করলাম, ফুটপাত পুরোটা দখল করলেন কেন? ফুটপাত তৈরি হয়েছে জনগণ বা নাগরিকদের হেঁটে চলাচল করার জন্য। এর উত্তরে ফুটপাত ও রাস্তা দখলকারী হকার বলল, দখল নিয়েছি টাকা দিয়ে আর মাসে মাসে তো ভাড়া দিচ্ছি। তাহলে দখল নিয়েছি- এ আপত্তিকর কথা বলছেন কেন? আমি বললাম, ফুটপাত ও রাস্তা কার কাছ থেকে বুঝে দখল নিয়েছেন, সে ব্যক্তিটির নাম বলুন? এর উত্তরে মাথায় টুপি দেওয়া সেই ফুটপাত দখলকারী জানাল, কার কাছ থেকে পজিশন নিয়েছি, অত কিছু জানতে চাইয়েন না-আপনারে একবার দেখিয়ে দিলে সে আপনার হাত-পা ভেঙে দেবে। দখলকারী হকারের কথাগুলো শুনে মনে হলো, সেও একজন সন্ত্রাসী অর্থাৎ সন্ত্রাসী হকার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, এবার ফুটপাত ও রাস্তা দখলকারী সন্ত্রাসী হকার ও এদের মদদদাতাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করুন। নাগরিকদের ফুটপাত ও রাস্তার দুই পাশ জনগণের হেঁটে চলাচলের অধিকার ফিরিয়ে দিন। মাদকের বিরুদ্ধে যে রকম অভিযান চলছে, সে রকম অভিযান চাই রাস্তা ও ফুটপাত দখলকারী হকারদের বিরুদ্ধে।
লিয়াকত হোসেন খোকন
ঢাকা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।