Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কামাখ্যা এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকান্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

ভারতের ইন্দোরগামী কামাখ্যা এক্সপ্রেসে আগুন লেগেছে। অগ্নিকান্ডের জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে । আগুন দেখে ভয়ে চিৎকার করতে থাকেন যাত্রীরা। ট্রেনের মধ্যে হুড়োহুড়িও শুরু হয়ে যায়। অল্পের জন্য বড় বিপদ কিছু ঘটেনি। অগ্নিপ্রতিরোধ দফতরের কর্মীরা এসে, দ্রুত সেই আগুন নিভিয়ে ফেলেন। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতীয় রেল স‚ত্রে জানা গেছে, কামাখ্যা এক্সপ্রেস বেনারস ছাড়ার কিছুক্ষণের মধ্যেই সাত নম্বর বগিতে আগুন ধরে যায়। ওই কামরার যাত্রীরা জানিয়েছেন, জোড়াই স্টেশন আসার আগেই সিটের নীচ থেকে ধোঁয়া বের হতে দেখে যাত্রীরা ভয়ে চিৎকার শুরু করে দেন। আতঙ্কিত হয়ে তারা হুড়োহুড়িও শুরু করে দেন। জানা গেছে, ট্রেনটি জোড়াই স্টেশনে ঢুকলে, ওই কামরার যাত্রীরা প্ল্যাটফর্মে নেমে পড়েন। ততক্ষণে খবর পেয়ে, রেলের পক্ষ থেকে দমকল বাহিনীকে অ্যালার্ট
করা হয়। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ