মহেশপুরে বাসের ধাক্কায় পিতা-পুত্র নিহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নস্তি এলাকায় বাসের ধাক্কায় পিতা-পুত্র নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় মহেশপুর উপজেলার মহেশপুর-ভৈরব
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, গুণী নেতাদের নতুন প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে হবে। গতকাল (রোববার) শহীদ কামাল উদ্দিন স্মৃতি সংসদের নেতৃবৃন্দরা তার সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি একথা বলেন।
মেয়র নাছির বলেন, কামাল উদ্দিন সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের দুইবারের নির্বাচিত জিএস ছিলেন। তিনি ১৯৮৮ সালে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন। মেয়র বলেন, সিটি কলেজ ছাত্র সংসদ ও কলেজের শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে চসিক নির্বাচিত পরিষদের ৫১তম সাধারণ সভায় নিউমার্কেট চত্বরকে শহীদ কামাল উদ্দিন চত্বরের নামকরণে সিন্ধান্ত গৃহীত হয়।
এ সময় উপস্থিত ছিলেন আনিসুর রহমান লিপন, জামশেদুল আলম চৌধুরী, কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, গোলাম মোহাম্মদ জোবায়ের, মো: মোরশেদ আকতার চৌধুরী, সাবেক কমিশনার জালাল উদ্দিন ইকবাল প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।