Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

রোমাঞ্চ জিতে ইনকিলাবের শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৯, ৬:৫৩ পিএম

প্রাণ-ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটে শুভ সূচনা করেছে দৈনিক ইনকিলাব। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) ৯ রানে হারিয়েছে তারা। আজ (সোমবার) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইনকিলাব। শুরুতেই উদ্বোধনী ব্যাটসম্যান মাইনুল হোসেন সোহেলের অনাকাঙ্খিত আউটে পথ হারায় তারকাখচিত দলটি। সেখান থেকে দলের হাল ধরেন ফারুক হোসাইন। তার অপরাজিত ৩১ রানে ভর করে নির্ধারিত ৬ ওভারে ৮০ রান সংগ্রহ করে ইনকিলাব। ইনিংসের শেষ পর্যন্ত তাকে যোগ্যসঙ্গ দেয়া ইমরান মাহমুদ ছিলেন ১৫ রানে অপরাজিত। এছাড়া অতিথি খেলোয়াড় রকিবুল ইসলাম মানিক করেন ১৯ রান। জবাবে শুরুতে দাপট দেখিয়েও এক বল হাতে রেখেই ৭১ রানে গুটিয়ে যায় বাসসের ইনিংস। ইনকিলাবের হয়ে মানিক ৩টি, ফারুক ও সোহেল ১টি করে উইকেট নেন। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের ফারুক।


দিনের অন্য ম্যাচে বিডিনিউজ২৪ডটকম ৪ উইকেটে বাংলাদেশের খবরকে, আরটিভি ৫ উইকেটে ঢাকা টাইমসকে, জাগোনিউজ ৪ উইকেটে দিনকালকে, এনটিভি ৩০ রানে রাইজিং বিডিকে, আলোকিত বাংলাদেশকে ৫ উইকেটে এশিয়ান মেইল ২৪, সংবাদ প্রতিদিনকে ৭৬ রানে চ্যানেল ২৪ এবং দৈনিক সংগ্রামকে ৫ উইকেটে হারিয়েছে চ্যানেল আই। একই ভেন্যুতে আগামীকাল (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ প্রতিদিন ও দৈনিক ইত্তেফাকের মধ্যকার বিজয়ী দলের বিপক্ষে আগামীকাল নিজেদের পরের ম্যাচে খেলবে ইনকিলাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ