রাজশাহী বিভাগে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ১৭৬ জন

রাজশাহী বিভাগের ৮টি জেলায় নতুন করে আরো ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন রাজশাহী
কলাপাড়ায় দু’দিন ব্যাপী আয়কর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গললবার সকালে পৌর শহরের শেখ কামাল অডিটরিয়মে এ মেলার উদ্বোধন করেন পটুয়াখালী-৪, কলাপাড়া আসনের সংসদ সদস্য অলহাজ¦ অধ্যক্ষ মো.মুহিববুর রহমান এমপি।
বরিশাল কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার আবুল বাসার আকনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এস রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পৌরশহর বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম,কলাপাড়া কর অঞ্চল সার্কেল-২০ এর কর কমিশনার মো.কামরুজ্জামান সেরনিয়াবাত। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ অন্যান্য পেশাজীবি মানুষ কর দিতে মেলার সহায়তা নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।