Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘স্টার ওয়ার্স’কে বিদায় জানাচ্ছেন জন বোয়েগা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

সিরিজের ‘স্টার ওয়ার্স :দ্য রাইজ অফ স্কাইওয়াকার’ হবে জন বোয়েগার জন্য এই ফ্র্যাঞ্চাইজে শেষ ফিল্ম। তিনি জানিয়েছেন ‘স্টার ওয়ার্স’কে বিদায় জানান তার জনই খুব কঠিন। টোটাল ফিল্ম সাময়িকীকে সাক্ষাতকার দেয়ার কালে বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জানান এই বিদায় নেয়া তার জন্য যেমন মিষ্টি তেমনই তেতো। তিনি বলেন : “ ঠিক তাই, কারণ যাদের সঙ্গে স্থায়ী বন্ধুত্ব ছিল তাদের সঙ্গে আর কাজ করা হবে না।” তবে তার চরিত্রটি প্রত্যাশিত ‘রহস্য’ বজায় রাখতে পেরেছেন বলে তিনি সন্তুষ্ট। তিনি বলেন : “অনুভূতি সন্তোষজনক, কারণ তিনটি ফিল্মে ফিন চরিত্র নিয়ে কৌতূহল আর রহস্য ধরে রাখা গেছে। আমি এখনও চরিত্রটির অনেক বিষয় জানি না। তবে অনুভব হয়েছে, ঠিক আছে। ভারসাম্য রেখেই সময় মত সব হয়েছে।” “তবে আমার নাম যদি ড্যানিয়েল র‌্যাডক্লিফ হত, তাহলে বলতাম, “আমি এই লোকের ভূমিকায় বছরের পর বছর অভিনয় করব। হ্যাঁ! এখন অন্য কাউকে যাদুর এই কাঠি গ্রহণ করতে হবে’।” বোয়েগা ‘স্টার ওয়ার্স’ সিরিজের সপ্তম থেকে নবম পর্ব ‘ফোর্স অ্যাওয়েকেন্স’ (২০১৫), ‘দ্য লাস্ট জেডাই’ (২০১৭) এবং ‘দ্য রাইজ অফ স্কাইওয়াকার’-এ অভিনয় করেছেন। শেষ পর্বটি বাকি দুটির মত জে. জে. অ্যাব্রামস পরিচালনা করেছেন, মুক্তি পাবে এই বছরের ২০ ডিসেম্বর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ