মহেশপুর সীমান্তে অনুপ্রবেশকালে আরো সাতজন আটক

ভারত থেকে অনুপ্রবেশকালে আজ শুক্রবার ভোর রাতে বিজিবি সাতজন কে আটক করেছে। গত একমাসে ভারত
চতুর্থ দিনের মতো (বুধবার) কেন ঘোষণা ছাড়াই পরিবহন ধর্মঘট চলছে। যশোর, খুলনা, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া ও সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দেখা দিয়েছে অচলাবস্থা। সড়ক-মহাসড়ক কার্যত নীরব নিস্তব্ধ, নেই কোন শব্দ। বাস ট্রাক কাভার্ড ভ্যানসহ যান চলাচল প্রায় বন্ধ। সড়কে বুধবার সকাল থেকে ছোটখাটো যান চলাচলও কমে গেছে। যাত্রী সাধারণের ভোগান্তি চরমে পৌঁছেছে।
বুধবার সকালে যশোর জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মোর্তজা হোসেন জানান, শ্রমিকরা অবস্থান থেকে মোটেও সরেননি। বরং ধর্মঘট আরো জোরদার হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।