আড়াইহাজারে ৫ ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ ডাকাতির প্রস্তুতি কালে বিভিন্ন প্রকার ধারালো অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে। বৃহষ্পতিবার রাতে উপজেলার গোপালদী পৌরসভার সদাসদী এলাকার একটি পুকুর পাড়
নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবীতে দিনাজপুরে আজ বুধবার সকাল থেকে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান চলাচল বন্ধ করে দিয়েছে চালকরা। ফলে সকাল থেকে বন্ধ রয়েছে জেলার সবকটি রুটের পণ্যবাহী যান চলাচল।
ট্রাক চালকরা জানান, সড়কে বেশীরভাগ দুর্ঘটনা ঘটে অটোরিক্সা, ভটভটি, নসিমনের জন্য। কিন্তু আইন না মেনে এসব যান চালালেও তদের কোন লাইসেন্স নাই।
তারা আরও জানান, নতুন সড়ক পরিবহন আইনে ৫ লাখ টাকা, মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। রাস্তায় ট্রাক চালাতে গিয়ে কোন কারণে দুর্ঘটনা ঘটলে এই টাকা দেয়ার সামর্থ্য তাদের নেই। তাছাড়া পরিবারের আহার যোগাতে এসে জেলখানায় বন্দী হতে চান না তারা। তারা জানান, এই আইন বহাল থাকলে প্রয়োজনে তারা অন্যকাজ করে সংসার চালাবেন। কিন্তু গাড়ী চালিয়ে বিপদ ডেকে আনবেন না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।